বিজ্ঞাপন দিন

জলঢাকায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের ভোটগ্রহণ স্থগিত

আবেদ আলী বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় প্রথম ধাপের ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ৬ সপ্তাহের জন্য চেয়ারম্যান পদের ভোটগ্রহণ স্থগিত ঘোষনা করা হয়। এবিষয়ে শনিবার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের পক্ষ হতে শহরে মাইকিং করে ভোটারদের অবগত করা হয়। তবে ভাইসচেয়ারম্যান পদে কোন বাধা নেই। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, আইনী জটিলতার কারণে জলঢাকায় চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। জলঢাকা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল ওয়াহেদ বাহাদুরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে উচ্চ আদালতের মাধ্যমে প্রার্থীতা ফিরে পান বাহাদুর। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আনছার আলী মিন্টু আদালতে লিভ টু আপিল করায় তা আগামী ৬ সপ্তাহের জন্য স্থগিত করে আদালত। এবারের ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে জলঢাকায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৬ হাজার ১৭২ জন। প্রথম ধাপের নির্বাচন রোববার ৮৯ টি কেন্দ্রে ভাইসচেয়ারম্যান পদে ভোটগ্রহণ হবে। ভাইসচেয়ারম্যান পদে ৬জন প্রার্থীর মধ্যে ৪ জন পুরুষ ও ২জন মহিলা। অংশগ্রহণকারী প্রার্থীরা হলেন, উপজেলা জাতীয়পাটির সাধারন সম্পাদক মমিনুল ইসলাম মঞ্জু, উপজেলা জাসদ সভাপতি গোলাম পাশা এলিচ, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক শাহিনুর ইসলাম ও স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু এবং মহিলা ভাইসচেয়ারম্যান পদে উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মনোয়ারা বেগম ও বর্তমান ভাইসচেয়ারম্যান রিভা আমজাদ প্রমুখ।