বিজ্ঞাপন দিন

জলঢাকায় ভাইসচেয়ারম্যান পদে গোলাম পাশা এলিচ ও মনোয়ারা বেগম নির্বাচিত

আবেদ আলী বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় প্রথম ধাপের ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে গোলাম পাশা এলিচ ও মনোয়ারা বেগম ভাইসচেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আইনি জটিলতার কারণে এখানে আগামী ৬ সপ্তাহের জন্য চেয়ারম্যান পদের ভোটগ্রহণ স্থগিত রয়েছে। ভাইসচেয়ারম্যান পদে নির্বাচন সংক্রান্ত কোন বাধা না থাকায় রোববার সকাল ৯ টা হতে বিরতিহীন ভাবে বিকেল ৪ টা পর্যন্ত শুধু ভাইসচেয়ারম্যান (মহিলা ও পুরুষ) পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিলো খুবেই কম। এতে ভাইসচেয়ারম্যান (পুরুষ) গোলাম পাশা এলিচ তালা প্রতীকে ভোট পেয়েছেন ২০ হাজার ২ শত ২১ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহিনুর রহমান টিউবওয়েল প্রতীকে ভোট পেয়েছেন, ১০ হাজার ৬ শত ৮৩ টি। ভাইসচেয়ারম্যান (মহিলা) মনোয়ারা বেগম ফুটবল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন, ৩২ হাজার ৬০ টি এবং তার নিকটতম প্রতীক প্রার্থী রিভা আক্তার হাস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন, ১৫ হাজার ৯ শত ৭২ টি। ভোট গননা শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এলিচ ও মনোয়ারাকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করেছেন। উপজেলা নির্বাচন অফিস সুত্রে পাওয়া তথ্যে জলঢাকা উপজেলাটিতে মোট ভোটার ২ লাখ ৩৬ হাজার ১৭৯। ৮৯ টি কেন্দ্রে ভোট গ্রহণ একযোগে চলে। নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সরেজমিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোট কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটার উপস্থিতি তুলনামূলক অনেক কম। 

কোথাও সারিবদ্ধ ভাবে লাইন চোখে পরেনি। চেরেঙ্গা সরকারি প্রথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোট ৩ হাজার ৯২৭। দুপুরে ১২ টা পযন্ত ভোটার উপস্থিত হয়ে ভোট দেন ৫০০। অন্যদিকে নেকবক্ত সরকারি প্রথমিক বিদ্যালয় গিয়ে দেখা গেল ভিন্ন চিত্র। সেখানে মোট ভোট ২ হাজার ৯১৫। ১২-৩০ পযন্ত ভোট পরেছিল ৭০৬। অন্যদিক শৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয় ২ হাজার ৬৭৬ ভোটের বিপরীতে ভোট পরেছে ১-৩০ পযন্ত মাত্র ২০০। ভোটার উপস্থিতি কম প্রসঙ্গে তারা জানান, ভোটের ২ দিন আগে হঠ! করে চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত হয়ে যাওয়ায় আগ্রহ হারিয়েছে ভোটারদের মাঝে। একই কথা জানান ভাইস চেয়ারম্যান পদে অংশ নেওয়া প্রার্থী গোলাম পাশা এলিচ। এদিকে সুষ্ঠভাবে ভোটগ্রহণের লক্ষে ৪ স্তরের নিরাপত্তা বাহিনী নিয়োজিত ছিলো। সর্বক্ষণ নিরাপত্তা বাহিনীর সাথে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিতও ছিলো বলে জানা গেছে। নবনির্বাচিতদের বিভিন্ন জন অভিনন্দন জানিয়েছেন।