বিজ্ঞাপন দিন

জলঢাকায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে মানববন্ধন ও আলোচনা সভা

আবেদ আলী বিশেষ প্রতিনিধিঃ "সবাই মিলে ভাবো - নতুন কিছু করো, নারী - পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় আন্তর্জাতিক নারী দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জলঢাকা পৌরশহরের ট্রাফিক মোড় বঙ্গবন্ধু চত্বরে ইউএসএস ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের অংশগ্রহণে নারীদের নিয়ে ঘন্টাব্যাপরীর এই মানবন্ধন শেষে উপজেলা পরিষদে এক আলোচনা সভায় মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায়, ইউএসএস প্রজেক্ট কোঅর্ডিনেটর ফরিদা ইয়াসমিন, টেকনিক্যাল কোঅর্ডিনেটর মাহফুজার রহমান ও টেকনিক্যাল অফিসার আব্দুর রহিম প্রমুখ। বক্তারা আগামী ৮ ও ৯ মার্চ উপজেলা পরিষদ চত্বরে ২দিনব্যাপীর নারী উন্নয়ন মেলার ঘোষনা দিয়ে বলেন, নারীর ক্ষমতায়নে মানবতার উন্নয়ন, অধিকার মর্যাদা নারী - পুরুষ সমানে সমান। তারা আরোও বলেছেন, আমাদের দেশে প্রশাসন থেকে শুরু করে সর্বক্ষেত্রে নারীর অংশগ্রহণ রয়েছে। আজকে যদি নারীর কথা বলতে যাই তাহলে বলতে হয় অজ্ঞানতা (অন্ধকার) বলে একটা কথা ছিল, সেই অন্ধকার দুর করেছে একজন নারী, তার নাম বেগম রোকেয়া। অবরুদ্ধ, গৃহবন্দী নারী, যে নারীকে এক সময় পর্দার বাহিরে দিনের আলোয় দেখা যেতনা। সেই নারী মুক্তির প্রথম শ্লোগানটি নিয়ে এসেছে রংপুরের বেগম রোকেয়া আর তারই কন্ঠে কন্ঠ মিলিয়েছে আমাদের কবি কাজী নজরুল ইসলাম। তার কন্ঠ ছিলো নারীরে দিয়েছি মুক্তি, নর সমঅধিকার, মানুষের যারা প্রাঁচির ভাঙ্গিয়া করিছে একাকার, আধার রাতের বোরকা উঠানি এনেছি আলোর বাতি, আমরা সেই সে জাতি।