বিজ্ঞাপন দিন

জলঢাকায় স্বামীর মামলায় স্ত্রী ও প্রেমিক আটক



ফরহাদ ইসলাম,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় স্বামীর দায়ের করা মামলায় স্ত্রী ও তার প্রেমিককে আটক করেছে থানা পুলিশ। গতকাল রাতে জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ও তদন্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী’র নেতৃত্বে পুলিশে একটি চৌকস দল অপহরনের ৭ মাস পর শনিবার ডিমলা থেকে আব্দুর রাজ্জাককে আটক করে। এবং তার তথ্য মতে রংপুর আলমনগরের একটি ভাড়া বাড়ি থেকে দুই সন্তানের জননী রিমুকে উদ্বার করে পুলিশ। মামলা সুত্রে জানা যায়, উপজেলার নেকবক্ত চৌধুরী পাড়া এলাকার মোস্তাফিজার রহমান দুদু মাষ্টারের স্ত্রী নেকবক্ত দ্বী-মুখী উচ্চ-বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগার মোকতারা বানু রিমু (৩৭) প্রতিদিনের ন্যায় স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে ঘটনার দিন গেল বছর ১৫ সেপ্টম্বর চাপানী এলাকার ঠিকাদার আব্দুর রাজ্জাক ও তার সহযোগিদের নিয়ে রিমুকে অপহরন করে। এ বিষয়ে রিমুর স্বামী দুদু মাষ্টার বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে একটি মামলার দায়ের করেন। মামলা নং ১৩,তারিখ ২৫/০২/১৯ইং। এরেই প্রেক্ষিতে তাদেরকে আটক করেছে পুলিশ। এলাকাবাসী জানিয়েছে দীর্ঘদিন ধরে রিমু ও রাজ্জাকের মধ্যে পরকিয়া প্রেম চলছিল। তারা উভয়ে বিবাহিত এবং একাধিক সন্তানের জনক জননী বলে জানা গেছে। তাদের আটকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটককৃত প্রেমিক প্রেমিকাকে এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভীর জমিয়েছিল থানা চত্ত্বরে। ঘটনার সত্যতা স্বীকার করে থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান,আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।