বিজ্ঞাপন দিন

নীলফামারীতে চাইল্ড শ্যাডো পার্লামেন্ট অধিবেশন অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "শিশু সুরক্ষায় জনগনের ভুমিকাই মুখ্য" এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে চাইল্ড শ্যাডো পার্লামেন্ট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের সহযোগীতায় ইউএসএস ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে ৪র্থ বারের মত উদীয়মান শিশুদের নেতৃত্বে পরিচালিত "চাইল্ড শ্যাডো পার্লামেন্ট অধিবেশন ২০১৯ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিসি মাহবুব হাসান। সভাপতিত্ব করেন নীলফামারী সদর (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা। এসময় উপস্থিত ছিলেন, আরডিসি জহুরা সুলতানা যুথি, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ফারুক, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক নুসরাত ফাতেমা, রংপুর বিভাগীয় প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ডিভিশনাল ম্যানেজার আরেফিন অমল ইসলাম, ইউএসএস এর নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী ও ইউএসএস এর প্রজেক্ট কো-অর্ডিনেটর শাহনাজ বেগম প্রমুখ। এছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের সরকারী - বেসরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। ২ ঘন্টাব্যাপী চলা এই অধিবেশনে সরকারীদল ও বিরোধী দলে বিভক্ত শিশু পার্লামেন্ট সদস্যদের যুক্তি ও পাল্টা যুক্তি উপস্থাপন উপস্থিত সকলকে মুগ্ধ করে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিশু পার্লামেন্ট সদস্য নুসরাত জাহান নাজাহ।