বিজ্ঞাপন দিন

নীলফামারী সদর পঞ্চপুকুর ইউনিয়নে প্রসবকৃত মা ও শিশুকে ল্যাম্বশো প্রকল্পের কম্বল বিতরণ

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ ল্যাম্ব শো প্রকল্পের সহযোগিতায় প্রসবকৃত মা ও শিশুদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। নীলফামারী সদর উপজেলার ৮নং পঞ্চপুকুর ইউনিয়ন ইউ এস এন্ড এফ ডব্লিউ সি ক্লিনিকের বাচ্চা প্রসবকৃত মা ও শিশুদের প্রায় ৫০ জনের মাঝে কম্বল বিতরণ করে ল্যাম্বশো প্রকল্প। মঙ্গলবার ০৯ এপ্রিল সকাল ১১ টায় পঞ্চপুকুর ইউনিয়ন মিলবাজার স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত ল্যাম্বশো প্রকল্পের আয়োজনে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চপুকুর ইউপি চেয়ারম্যান হবিবর রহমান সরকার। ল্যাম্ব শো প্রকল্পের ফিল কর্ডিনেটর সাহেরা বেগমের সভাপতিত্বে ইউপি সদস্য আব্দুল হাই ও পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন্ত রায়সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়াও ল্যাম্বশো প্রকল্পের মাঠকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় ২৫ জন ও ২৫ জন শিশুকে ৫০টি কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি চেয়ারম্যান হবিবর রহমান সরকার প্রসবকৃত মাদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য বান্ধব সরকার। আপনাদের সুবিধার্থে হাতের নাগালে দেশের প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্য সেবার জন্য পরিবার কল্যান কেন্দ্র গড়ে তুলেছে। আপনাদের সেবায় যদি কোন ত্রুটি হয় তাহলে আমাকে জানাবেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা ।