বিজ্ঞাপন দিন

জলঢাকায় বিশ্ব অটিজম দিবস র‌্যালি

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ ‘সহায়ক প্রযুক্তির ব্যবহার - অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির অধিকার’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নীলফামারীর জলঢাকা উপজেলায় ১২তম বিশ্ব অটিজম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র‍্যালি বের হয়ে বাজার প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ জেডএ সিদ্দিকী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই সচেতনতামূলক র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় ডাঃ জেডএ সিদ্দিকী বলেন আজ ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। অটিজমের মতো অপেক্ষাকৃত নতুন একটি বিষয়ে নিজেকে সজাগ ও সময়োপযোগী করার জন্য সচেতনতার বিকল্প নেই। র‍্যালিতে স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও সাধারন মানুষ অংশগ্রহণ করে। অন্যদিকে এ দিবস উপলক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের নির্দেশে উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা ও কিণ্ডারগার্ডেন স্কুলগুলোতে ২ - ৪ তারিখ পর্যন্ত নীল বাতি প্রজ্জলনের কর্মসূচী পালন করছে।