বিজ্ঞাপন দিন

জলঢাকায় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন উপসচিব মিজানুর রহমান

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় শনিবার দুপুরে খুটামারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র পরিদর্শন করেছেন স্বাস্থ্য,শিক্ষা ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের উপসচিব মিজানুর রহমান। তিনি খুটামারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে গর্ভবতী সেবা, প্রসব সেবা, প্রসবোত্তর সেবা, নবজাতকের সেবা, ৫ বছরের কম বয়সি শিশুদের সেবা, প্রজননতন্ত্রের/যৌনবাহিত রোগের সেবা, ইপিআই সেবা কার্যক্রম পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আফরোজ বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফিজুর রহমান পাটোয়ারী ও মেডিকেল অফিসার ডাঃ মাহবুবুল আলম প্রমুখ। পরিদর্শনকালে তিনি গ্রামীন ঐ স্বাস্থ্য কেন্দ্রে গত তিনমাসে ৯৭ টি স্বাভাবিক সন্তান প্রসব, ৩৩২ জন গর্ভবতী মাকে সেবা সহ খুটামারা ইউনিয়নের শিশু ও সাধারন মানুষের চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এসময় তিনি সংশ্লিষ্ট কর্মীদের আরো যত্নের সাথে গ্রামীন জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা দেওয়ার আহবান জানান। শেষে তিনি স্বাস্থ্য কেন্দ্রের মাঠে একটি আম গাছের চারা রোপন করেন।