রবিউল ইসলাম রাজ,জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। ২৩ মে (বৃহস্পতিবার) উপজেলা দলীয় কার্য্যলয়ে উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ্ আব্দুল কাদের বুলু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৩ আসনের মাননীয় সাংসদ সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল (অবঃ)।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু। এসময় তার শুভেচ্ছা বক্তব্যের ঘোর বিরোধীতা করেন পৌর জাতীয় পার্টির সাধারন সম্পাদক দুলাল হোসেন (আর্মি)।সে চড়াও হয়ে সাধারন সম্পাদকের বক্তব্যের মাইক্রফোন কেরে নিয়ে পরিবেশ ঘোলাটে করে দেয়। এনিয়ে উপস্থিত নেতাকর্মীদের মাঝে হট্টগোল শুরু হয়। এসময় উপস্থিত অনেকে বলেন,সে এভাবে মঞ্চে একজন ত্যাগি নেতাকে লাঞ্চিত করাটা ঠিক করেনি।পরে নিজেদের ভুল শুধরে এক কাতারে ইফতার করে উপস্থিত নেতাকর্মীরা।এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি তোফায়েরুল রহমান পায়েল,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুব সংহতির আহবায়ক বাবলুর রহমান বাবলু,যূগ্ন সম্পাদক মিজানুর রহমান মিজান,সদস্য হাসানুর রহমান,আজাদ ইসলাম,নাছিমুজ্জামান নাদির,লেবু মিয়া,রবিউল ইসলাম রাজ,পৌর যুব সংহতির আহবায়ক জাকির হোসেন হাসু,সদস্য সচিব আনিচুর রহমান যাদু,জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আনোয়ার হোসেন,ইউনিয়নের সভাপতি সাধারন সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। প্রসঙ্গ,গত ১১ মে জেলা জাতীয় পার্টি সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত পরিপত্রের মাধ্যমে পূর্বের কাউন্সিলরের কমিটি বহালের প্রকাশ পায়।এবং উপজেলা জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটিতে ৫জন নতুন সদস্য অন্তর্ভুত হয়। সদস্যরা হলেন ডাঃ বাদশা আলমগীর,দুলাল হোসেন আর্মি,শরিফুল ইসলাম প্রিন্স,রবিউল ইসলাম রাজ,আজাহারুল ইসলাম রাজা প্রমুখ। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।