বিজ্ঞাপন দিন

কাল জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় স্থগিত হওয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন আগামীকাল রবিবার ৫ মে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শনিবার বিকেল থেকে উপজেলা নির্বাচন অফিস থেকে প্রিজাইডিং অফিসারগন নির্বাচনী সরঞ্জাম নিয়ে নিজ নিজ কেন্দ্রে যাচ্ছে। এবারের নির্বাচনে ২লাখ ৩৬ হাজার ১শত ৭১জন ভোটার তাদের ভোট প্রদান করবে। ৮৯টি কেন্দ্রে ৮৯ জন প্রিজাইডিং, ৫৫৫জন সহকারী প্রিজাইডিং ও ১হাজার ১শত ১০ জন পুলিং অফিসার দায়িত্ব পালন করবে। নির্বাচন সুষ্ঠভাবে গ্রহনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও ১৪জন ম্যাজিস্ট্রেট ও ১২জন পর্যবেক্ষক সার্বক্ষণিক নির্বাচনী কার্যক্রম মনিটরিং করবে। উল্লেখ্য প্রার্থী যাছাই বাছাইকালে স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াহেদ বাহাদুরের মনোনয়ন বাতিল হয়। পরে হাইকোর্টে আপিল করে প্রার্থীতা ফিরে পান। উপজেলা আ'লীগের সভাপতি ও নৌকা মার্কার প্রার্থী আনছার আলী মিন্টু বাহাদুরের হাইকোর্টের আপিলের বিরুদ্ধে আপিল করলে গত ১০ মার্চ চেয়ারম্যান পদে নির্বাচন ৬ সপ্তাহের জন্য স্থগিত হয়। পরে স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াহেদ বাহাদুর পুর্নাঙ্গ শুনানি করলে তা ৮ এপ্রিল ফিরে পায়। এরই প্রেক্ষিতে আগামীকাল ৫ মে জলঢাকা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্চে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার উজ্বল হোসেন জানান,উপজেলা প্রশাসন ও আইন সৃংখলা বাহিনীর সহযোগীতায় আগামীকালের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। এবারের নির্বাচনে দুজন প্রার্থী মোকাবেলা করছে। নৌকা প্রতিক নিয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনছার আলী মিন্টু ও চিংড়ি মাছ প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াহেদ বাহাদুর।