বিজ্ঞাপন দিন

কিশোরগঞ্জে শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা সভা

ভ্রাম্যমান সংবদদাতাঃ নীলফামারীর কিশোরগঞ্জে, আমি পারি শিশুর প্রতি সহিংসতা বন্ধ করতে,বাড়িতে, শিক্ষা প্রতিষ্ঠানে এবং কর্মক্ষেএে এ পতিপাদ্যকে সামনে রেখে-এপি,ওয়াল্ড ভিশন বাংলাদেশ এবং গ্রাম উন্নয়ন কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত শিশু সুরক্ষা বিষয়ক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার সদর, চাঁদখানা, নিতাই, বাহাগিলী ও পুটিমারী ইউনিয়নে কর্মরত ২৮টি গ্রাম উন্নয়ন কমিটিকে সন্মননা স্মারক প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ২টা ৩০মিনিটে উপজেলা চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অডিটরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল। বিশেষ আতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারী পাইলট। আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা বেগম, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু, রেজাউল আলম স্বপন, ওয়াল্ড ভিশন এপি ম্যানেজার পিকিং চাম্বুগং। অনুষ্ঠানে অশংগ্রহন করেন-সদর ইউ’পি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ, নিতাই ইউ’পি চেয়ারম্যান ফারুকুজ্জামান,বাহাগিলী ইউ’পি চেয়ারম্যান আতাউর রহমান দুলু শাহ, পুটিমারী ইউ’পি চেয়ারম্যান আবু সায়েম লিটন,চাঁদখানা ইউ’পি চেয়ারম্যান হাফিজার রহমান হাফি, ওয়াল্ড ভিশনে কর্মরত প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আমজাদ হোসেন,শ্যামল মন্ডল প্রমূখ। এছাড়াও পাঁচটি ইউনিয়নের গ্রাম উন্নয়ন ২৮টি কমিটির সভাপতি সাঃ সম্পাদকসহ ২৮০ জন সদস্য ও নাগরিক কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন-ওয়াল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ক্লাস্টার ম্যানেজার অরবিন্দ গমেজ। এ সময় বক্তাগণ সর্বক্ষেএে শিশু শুরক্ষা বিষয়ে বিভিন্ন দিক নির্দেশানা মূলক বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার সানজিদা আনছারী।