বিজ্ঞাপন দিন

জলঢাকা উপজেলা চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ

রাশেদুজ্জামান সুমন, জলঢাকা, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জলঢাকা নবাগত উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর দায়িত্বভার গ্রহণ করেছেন। বুধবার দুপুর ১২ টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সুজাউদ্দৌলার কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, প্রকৌশলী হারুন-অর-রশিদ, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু, আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিপন, সোহরাব হোসেন তুহিন, প্রাণজিৎ কুমার পলাশ প্রমূখ। মঙ্গলবার রংপুরে বিভাগীয় কমিশনারের কাছ থেকে শপথ গ্রহণ করেন যুবলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়। নবাগত উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন আমি যেন সৎ ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করতে পারি সেই দোয়া করবেন। উল্লেখ্য গত ৫ মে আওয়ামীলীগের প্রার্থী আনছার আলী মিন্টু কে বিপুল ভোটে পরাজিত করে নির্বাচিত হন আব্দুল ওয়াহেদ বাহাদুর।