বিজ্ঞাপন দিন

নীলফামারী জেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২মে) সকালে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। জেলা প্রশাসনের আয়োজনে এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। এসময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান ও নবনির্বাচিত চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমান, কিশোরগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারী (পাইলট), অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল সৈয়দপুর) অশোক কুমার পাল, জলঢাকা পৌরসভার মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, সদর উপজেলা পৌর আওয়ামী লীগের সভাপতি মোসফিকুল ইসলাম রিন্টু, জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক ও বিভিন্ন প্রিন্টমিডিয়া সাংবাদিকগন উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, দেশের মানুষ এখন অনেক শান্তিতে বসবাস করে আসছে। বিশেষ করে নীলফামারী জেলায় আইন শৃঙ্খলার অবনতি দেখা দেয়নি। তিনি আরো বলেন, পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় মালামালের যাতে বাড়তি দাম না বারে, সেদিকে প্রশাসনকে নজর দিতে হবে।