বিজ্ঞাপন দিন

"জলঢাকা মীরগঞ্জে 'গাহি সাম্যের গান' প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত"

রবিউল ইসলাম রাজ,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ  নীলফামারীর জলঢাকা মীরগঞ্জে ইসলামিক প্রতিভা বিকাশে বিশেষ প্রতিযোগিতামুলক অনুষ্ঠান 'গাহি সাম্যের গান' প্রতিযোগিতার ফাইলাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ মে) উপজেলার মীরগঞ্জহাট হাই স্কুল মাঠে দুপুর ২টায় এ প্রতিযোগিতা হয়। এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রথম ও দ্বিতীয় রাউন্ড পেরিয়ে ফাইনাল রাউন্ডে ৪০ জন প্রতিযোগী অংশগ্রহন করে। এখান থেকে ৫ জন প্রথম ও সমান সংখ্যাক প্রতিযোগী দ্বিতীয় হয়।প্রতিযোগিরা সংগীত ও কবিতা আবৃতি পরিবেশন করে উপস্থিত শ্রোতাদের মনজয় করতে সক্ষম হয়। প্রতিযোগিতায় ইউপি চেয়ারম্যান হুকুম আলী খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। উদ্বোধক ছিলেন নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।শুভেচ্ছা বক্তা ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ।বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম,মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাবিবুর রহমান হাবিব ও মীরগঞ্জহাট ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বজলার রহমান বজুসহ আরও অনেকে প্রমূখ। বিচারকের দ্বায়িত্বে ছিলেন মীরগঞ্জহাট কেন্দ্রীয় মসজিদের ইমান মমিন ইসলাম,ডাঃ ফিরোজুল ইসলাম,লিটন ইসলাম ও আজাহারুল ইসলাম।