বিজ্ঞাপন দিন

কুড়িগ্রাম রিভার ভিউ হাই স্কুলকে জাতীয়করণের প্রতিশ্রুতি দিলেন কুড়িগ্রাম-২ আসনের এমপি

জল ডেস্ক :বর্তমান শিক্ষাবান্ধব সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে, শিক্ষাক্ষেত্রে এনেছে আমূল পরিবর্তন, তারই ধারাবাহিকতায় প্রতিটি জেলায় একটি করে স্কুল জাতীয়করণের কথা রয়েছে। কুড়িগ্রাম জেলায় কোন স্কুল জাতীয়করণ করা হলে এই রিভার ভিউ হাই স্কুলকে জাতীয়করণ করা হবে। ৪ মে, বেলা ১২.৩০ টায় ২৬, কুড়িগ্রাম-২ আসনের সাংসদ আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ কুড়িগ্রাম রিভার ভিউ হাই স্কুলের নবনির্মিত একাডেমি ভবন উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠানে নতুন একটি চারতলা ভবন নির্মাণ ও শিক্ষার্থীদের শ্রেণি পাঠদানের জন্য একশো জোড়া বেঞ্চ প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন আমি এই প্রতিষ্ঠানের একজন ছাত্র, কুড়িগ্রামের গর্ব সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ছিলেন এই প্রতিষ্ঠানের ছাত্র, অনেক গুণীজনের পদচারণায় মুখরিত এই প্রতিষ্ঠানটি সুযোগ হলে জাতীয়করণ করা হবে। কুড়িগ্রামের সাবেক পৌর মেয়র ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি কাজিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও সংবর্ধনা পত্র প্রদানের মাধ্যমে বরণ করে নেয়া হয়। সিনিয়র সহকারী শিক্ষক ফিরোজা বেগমের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মহিউদ্দিন আহমেদ, সংবর্ধনা পত্র পাঠ করেন সহকারী শিক্ষক এম. রাশেদুজ্জামান তাওহীদ, আলোচনা রাখেন প্রাক্তন ছাত্র সুবেদার ( অবঃ) অমল ব্যানার্জি, প্রাক্তন সিনিয়র শিক্ষক শাহাবুদ্দিন, স্কুল পরিচালনা কমিটির সদস্য শফি খান প্রমুখ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষকমণ্ডলী, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, মিডিয়াকর্মী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। #খবর বিজ্ঞপ্তির