বিজ্ঞাপন দিন

ডোমারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়তা প্রদান

রতন কুমার রায়,ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা(ইজি বাইক,শিক্ষা উপকরন ও শিক্ষা বৃত্তি)বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,ডোমার থানা অফিসার ইনচার্জ(ওসি)মোস্তাফিজার রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,আব্দুল মালেক,মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ প্রমূখ। বিতরণী অনুষ্ঠানে দুটি-গ্রুপে ২০ পরিবারকে ২টি ইজি বাইক,একশত ৫০জন নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও একশত ৮৪জনকে উপবৃত্তির নগদ অর্থ বিতরণ করা হয়।