বিজ্ঞাপন দিন

জলঢাকায় ব্যারিস্টার তুরিন আফরোজের মানহানিকর ঘটনায় বিক্ষোভ মিছিল ও পথসভা

রাশেদুজ্জামান সুমন, জলঢাকা, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় হাওয়া ভবনের মালিক ও তারেক রহমানের ঘনিষ্ট আলী আসগর লবির পরিবার কর্তৃক গত ১৪ জুন আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইবুনালের সিনিয়র প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের মানহানিকর ঘটনা ও তার উপর প্রতিহিংসার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে স্বাধীনতার স্ব-পক্ষের সচেতন যুবসমাজ । সোমবার বিকালে বিক্ষোভ মিছিলটি ডালিয়া রোড বেলতলা থেকে বের হয়ে জলঢাকা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জিরো পয়েন্ট মোড়ে এক পথসভায় মিলিত। স্বাধীনতার স্ব-পক্ষের সচেতন যুবসমাজ আহ্বায়ক ও উপজেলা যুবলীগ নেতা এনামুল হকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও কাঁঠালী ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন, উপজেলা সৈনিকলীগের সভাপতি ও বালাগ্রাম ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম (লিপন), পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল কবির মুকুল, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, বালাগ্রাম ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক রেজোয়ান প্রামানিক, সাবেক ছাত্রলীগ নেতা সেলিম রেজা প্রমূখ। বক্তারা বলেন, ব্যারিস্টার তুরিন আফরোজ ও তার মেয়েকে প্রাণনাশের হুমকি এবং মানহানিকর ঘটনার নিন্দা জানিয়ে আলী আসগর লবির পরিবারকে জলঢাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন।