বিজ্ঞাপন দিন

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে জলঢাকায় ছাত্র সমাজের মানববন্ধন

আবেদ আলী বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় পল্লী বিদ্যুতের অনিয়ম ও গ্রাহক হয়রানির প্রতিবাদ করায় উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আনোয়ার হোসেনের বিরুদ্ধে পল্লী বিদ্যুতের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে সংগঠনটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে ঘন্টাব্যাপীর এই মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মঞ্জু, উপজেলা যুবলীগ নেতা এনামুল হক, উপজেলা যুব সংহতির সদস্য সচিব শরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা ছাত্র সমাজের সদস্য সচিব এসএম সামিউল ইসলাম সোহাগ, যুগ্ম আহবায়ক মোক্তারুল ইসলাম শান্ত ও গোলাম রব্বানী প্রমুখ। বক্তারা বলেন, পল্লী বিদ্যুতের ঘুষ, দুর্নীতি ও গ্রাহক হয়রানি সহ সংযোগ দেওয়ার নামে প্রতিবাদ করায় তারা পরিকল্পিত ভাবে নাটক সাজিয়ে আনোয়ার হোসেনের বিরুদ্ধে জলঢাকা থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেছেন। মানবন্ধন শেষে জলঢাকা সরকারী কলেজ মাঠে মিলিত হয়ে এক প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র সমাজ। এ বিষয়ে পল্লী বিদ্যুতের এজিএম তরিকুল ইসলাম জানান, আনোয়ারের বিল বকেয়া থাকায় সেঁচ মিটারের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে আমার লাইন ম্যানকে আহত করা হলে আমরা আইনের আশ্রয় নেই।