রবিউল ইসলাম রাজ, রিপোর্টারঃ
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের রোগমুক্তি কামনায় খুটামারা ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে।
২৮ জুন (শুক্রবার) সন্ধ্যায় নীলফামারীর জলঢাকা উপজেলা খুটামারা ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের কার্যালয়ে সদস্য সচিব শরিফুল ইসলাম সুমনের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিলের হয়।
এ সময় উপস্থিত ছিলেন খুটামারা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সামসুল হক মিলার,সাধারন সম্পাদক আব্দুল লতিফ,সাংগঠনিক সম্পাদক তাহশিমুল ইসলাম তপন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ'লীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান দুলাল,প্রচার সম্পাদক জুয়েল রানাসহ জাতীয় ছাত্র সমাজের নয় ওয়ার্ডের সভাপতি সাধারন সম্পাদকবৃন্দ প্রমুখ।
দোয়া অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতির রোগ মুক্তির জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া কামনা করা হয়।