বিজ্ঞাপন দিন

নীলফামারীতে ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের সাংগঠনিক সম্পাদকের পিতার দোয়া ও কুলখানি অনুষ্ঠিত

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধি: ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের নীলফামারী জেলা সাংগঠনিক সম্পাদক সৈয়দ আলীর পিতা ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের সদস্য মরহুম আব্দুল জব্বার মিয়ার দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে । বুধবার (১৯ জুন) নীলফামারী সদর ইটাখোলা ইউনিয়নের বুড়িরডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের বাড়িতে সকাল ০৮ টা থেকে সন্ধা পর্যন্ত এই কুলখানি অনুষ্ঠানে ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ, মরহুমের আত্নীয়সজন, বন্ধুবান্ধব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম ওলামা ও গরিব মিসকিনরা অংশ গ্রহন করেন । কুলখানি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক, নীলফামারী জেলা শাখার সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক মোঃ সফিয়ার রহমান, জেলা শাখার সহ সভাপতি এছের আলী, জেলা শাখার তথ্য বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সদর উপজেলার সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ সরকার, সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মাহবুবার রহমান দুলু, সহ-সভাপতি আনোয়ার হোসেন বাঙ্গালী, সহ-সভাপতি আব্দুল হামিদ সরকার, সাধারণ সম্পাদক খোরশেদ আলম ও জলঢাকা উপজেলা শাখার সভাপতি আরফান সাদু সহ আরো অনেকে। এসময় জেলা সভাপতি সফিয়ার রহমান শোকাবহ কন্ঠে বলেন, আমাদের মাঝ থেকে একজন সহকর্মীকে চিরদিনের জন্য হারিয়েছি। তিনি খুব ভালো মানুষ ছিলেন। আমরা আমাদের একজন অভিভাবককে হারিয়েছি, তিনি আমাদের পরামর্শ দিতেন । তিনি আরো বলেন, গত ৮ জুন হঠাৎ অসুস্থতাজনিত কারনে মৃত্যুবরণ করেন। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন। সেই সাথে বাংলাদেশ গড়ার কর্ণধার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ চলাকালীন যে সকল মুক্তিযোদ্ধা শহিদ হয়েছেন ও স্বাধীনতার স্বপক্ষীয় মুক্তিযোদ্ধারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেন তিনি। তিনি বলেন, ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের সদস্যদের যে কোন বিপদে আপদে আমরা পাশে থাকবো । এসময় তিনি আমাদের ঐক্যবদ্ধ হতে, আমরা একে ওপরকে সহযোগীতার হাত বাড়িয়ে দিবো। পরিশেষে তিনি বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দর দীর্ঘায়ু কামনা করেন।