বিজ্ঞাপন দিন

জলঢকায় ফলদ বৃক্ষমেলা সমাপ্ত, বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় তিনদিনব্যাপী ফলদ ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মোহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বেে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মীর হাসান আল বান্না ও আহসান হাবীব প্রমুখ। 

এসময় প্রধান অতিথি বাসাবাড়ি, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ বান্ধব গাছসহ ফলদ ও ওষধি গাছ লাগানো ছাড়াও কৃষিক্ষেত্রে বেশি বেশি করে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কৃষকদের জন্য কৃষি চাষাবাদ সহজ করার আহবান জানান। আলোচনা শেষে শ্রেষ্ঠ স্টলসহ, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৯জনের মাঝে ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।