বিজ্ঞাপন দিন

ব্যারিস্টার তুরিন আফরোজ বিশ্বের পঞ্চাশ নারী শিক্ষাবিদের সম্মাননা পাওয়ায় জলঢাকায় কেক উৎসব

আবেদ আলী বিশেষ প্রতিনিধিঃ ভারতের মুম্বাই শহরে গত ৪ জুলাই অনুষ্ঠিত “ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস ২০১৯"এ বাংলাদেশের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালের সিনিয়র প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ বিশ্বের শীর্ষ পঞ্চাশ নারী শিক্ষাবিদের সম্মাননায় ভূষিত হওয়ায় নীলফামারীর জলঢাকায় কেক উৎসব করেন তার সমর্থকরা। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় ব্যালতলা ডালিয়া রোড সংলগ্ন বঙ্গবন্ধু সৈনিক লীগ অফিসে ব্যারিস্টার তুরিন আফরোজকে অভিনন্দন জানিয়ে জলঢাকা উপজেলা যুবলীগ নেতা এনামুল হকের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি ও বালাগ্রাম ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিপন, যুবলীগ নেতা এনামুল হক, হাসানুর রহমান চৌধুরী রাজীব, বালাগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক রেজওয়ান প্রামানিক, ছ- মিল শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক জামাদুল ইসলাম ভ্যাবোল, সিজান ও ফাহিম প্রমুখ। বক্তারা তুরিন আফরোজ আমাদের গর্ব এই জন্যই যে, তিনি জাতিকে কলম্বো মুক্ত করেছেন এবং জলঢাকার সন্তান। মুম্বাই-এ অবস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি হাই কমিশন অধ্যাপক ড. তুরিন আফরোজ-এর পক্ষে এই সম্মাননা গ্রহণ করেছেন।