বিজ্ঞাপন দিন

নিখোজ ব্যক্তির সন্ধান চাই" 'ঢাকায় ছেলে-মেয়ে কাছে যাওয়ার পথে হারিয়ে যায়'

রবিউল ইসলাম রাজ, রিপোর্টারঃ মোঃ আজগার আলী নামের একবৃদ্ধা ঢাকা যাওয়ার পথে হারিয়ে গেছে। তার বয়স আনুমানিক (৭৫) বছর। তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা,গায়ের গড়ন হালকা-পাতলা,মুখমন্ডল প্রায় গোলাকার,উচ্চতা ৫'১"। সে নিজ বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলা পৌর এলাকার বগুলা গাড়ীতে থাকতেন।রাজধানী ঢাকায় কর্মরত ছেলে মেয়েদের কাছে যাওয়ার উদ্দেশ্যে বৃদ্ধা গত ৮ জুলাই, ২০১৯ ইং অনুমান রাত ৮টার দিকে জলঢাকা টু কুমিল্লাগামী উল্লাস গাড়ী বহরে রওনা দেয়। এবং ০৯/০৭/১৯ ইং তারিখে ভোর ৪:৩০ মিনিটে আব্দুল্লাপুর স্টেশনে নামার পর তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তার কাছে কোন মোবাইল বা অন্যকোন যোগাযোগের মাধ্যমও ছিলো না । তাকে সম্ভাব্য সকল জায়গায় খুঁজেছে তার ছেলে-মেয়েসহ নিকট আত্মীয়রা।সম্ভাব্য সকল জায়গায় খুঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। হারিয়ে যাওয়ার সময় বৃদ্ধার পরনে ছিল খয়েরি রং এর পাঞ্জাবি,লুঙ্গী,মাথায় টুপি এবং সাদা ও লাল রং এর হাজী চাদর। পরবর্তীতে ছেলে আলমগীর হোসেন ১২ জুন (শুক্রবার) ঢাকা টঙ্গী পূর্বথানায় সাধারন ডায়েরি করেছে। যাহার জিডি নং-৪৯৮। কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান জেনে থাকলে টঙ্গী পূর্বথানা ওসি-০১৭৬৯৬৯৫৫৪০, ছেলে-০১৭৫৩৬৫৩৪৭৬/০১৭৭৪৩১৫৬৫৩/০১৭৭২৫৪৮৫৭৫।যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো। এরকম কোন বৃদ্ধা লোককে দেখা মাত্র উপরের মোবাইল ফোন নম্বরগুলোতে জানিয়ে দিয়ে মানবতার পরিচয় দিন।