আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর ডায়াবেটিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকালে হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রী জনাব নুরুজ্জামান আহমেদ। এসময় বিশেষ অতিথি ছিলেন, মহিলা এমপি রাবেয়া আলীম, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ, পদ্মা সেতুর প্রধান সমন্নয়ক মেজর জেনারেল আবু সাঈদ মোঃ মাসুদ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনুর আলম, পৌর মেয়র আমজাদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ডাঃ আবু আহমেদ মর্তুজার।
সৈয়দপুর টার্মিনালের ৫শ গজ দুরে পার্বতীপুর সড়কের পূর্ব দিকে ২৫ বছর পূর্বে নির্ধারিত স্থানে প্রায় ১.৫ একর জমিতে ডায়াবেটিক হাসপাতালটি নির্মাণ হবে। উপজেলার প্রায় ১৪-১৫ হাজারেরো ডায়াবেটিক রোগির চিকিৎসা সেবা দেওয়ার লক্ষে ১৯৯৪ সালে ২রা মার্চ সৈয়দপুর ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠিত হলে মরহুম উদ্দিন প্রামাণিক এক একর জমি সৈয়দপুর ডায়াবেটিক হাসপাতালের নামে দান করেন । এই হাসপাতালের মূল উদ্দোক্তা ছিলেন, মরহুম অধ্যাপক খলিলুর রহমান, মরহুম জামিরুল হক, মরহুম ডাঃ আব্দুর রাজ্জাক ও প্রতিষ্ঠাতা সদস্য মরহুম সুলতান উদ্দিন প্রামাণিক সহ আরো অনেকে । মরহুম সুলতান উদ্দিন প্রামাণিক এর পুত্রদয় ইকবাল হোসেন ভোলা, আব্দুস ছালাম, মেহেরাজুল ইসলাম, মানিকুল ইসলাম ও মাজেদুল ইসলাম সহ অন্যান্য প্রতিষ্ঠাতা সদস্যগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।