বিজ্ঞাপন দিন

ডোমারে ইউপি উপ-নির্বাচনে আমিনুল ইসলাম রিমুন চেয়ারম্যান নির্বাচিত

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম রিমুন নৌকা প্রতীক নিয়ে ৫হাজার দুইশত সত্তর ভোট পেয়ে বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ওয়ার্ডে (৪,৫,৬)জোৎসনা রানী ৩হাজার ৫শত চব্বিশ ভোট পেয়ে সংরক্ষিত নারী সদস্য পদে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন । বৃহষ্পতিবার (২৫জুলাই) সন্ধ্যায় ডোমার উপজেলা নির্বাচন ও রির্টানিং অফিসার আব্দুর রহিম বে-সরকারিভাবে বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আমিনুল ইসলাম রিমুন ও সংরক্ষিত নারী ওয়ার্ডে সদস্য পদে জোৎসনা রানীর নাম ঘোষণা করেন । চেয়ারম্যান পদে নিকটতম সতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৩হাজার ৭শত ছাপান্ন ভোট এবং সংরক্ষিত নারী ওয়ার্ডে নিটকতম প্রার্থী সোনালী বেগম সূর্যমূখী ফুল প্রতীকে ১হাজার ৩শত ছাপান্ন ভোট পেয়ে পরাজিত হয় । মোট ১৯হাজার ৫শত আটচল্লিশ ভোটারের মধ্যে ১৪হাজার ৬শত ছেয়ানব্বই জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন। উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম জানান,২৫জুলাই সকাল ৯টা হতে বিকাল ৫টা পযর্ন্ত বিরতিহীন ভাবে ৯টি ভোট কেন্দ্রে ভোটাররা ভোট প্রদান করেন । কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি, শান্তিপূর্নভাবে ভোট গ্রহন করা হয় । প্রসঙ্গত উক্ত ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য দিপালী রানী চলতি বছরের মার্চে পদত্যাগ করে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করায় পদ দুটো শুন্য হয় ।