রতন কুমার রায়,ডোমার-নীলফামারীঃ নীলফামারী ডোমারে ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ওয়ার্ডে (৪,৫,৬)প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে ।
বুধবার(১০ জুলাই) দুপুরে রিটার্নিং অফিসার আব্দুর রহিম উপজেলা নির্বাচন কার্যালয়ে চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ওয়ার্ডে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন । চেয়ারম্যান পদে আমিনুল ইসলাম রিমুন,নৌকা প্রতীক(আওয়ামীলীগ),দিলীপ কুমার রায়,মটর সাইকেল প্রতীক(সতন্ত্র)মতিরাম রায়,ঘোড়া প্রতীক(সতন্ত্র)রফিকুল ইসলাম বাবুল মাষ্টার,আনারস প্রতীক(সতন্ত্র)সন্তোষ চন্দ্র অধিকারী,চশমা প্রতীক(সতন্ত্র) । সংরক্ষিত নারী ওয়ার্ডে জোৎসনা রানী,বক প্রতীক ও সোনালী বেগম,সূর্যমুখী ফুল প্রতীক পেয়েছেন ।
প্রসঙ্গত,গত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও সংরক্ষিত নারী সদস্য দিপালী রানী পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করায় পদ দুটো শূন্য ঘোষনা করা হয় । আগামী ২৫ জুলাই উপ নির্বাচনটি অনুষ্ঠিত হবে ।