বিজ্ঞাপন দিন

ডোমারে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

রতন কুমার রায়,ডোমার-নীলফামারীঃ বিশ্ব জনসংখ্যা দিবস পালন উপলক্ষে নীলফামারীর ডোমারে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি শেষে আলোচনাসভা ক্রেষ্ট ও সনদ বিতরন করা হয়।এবারে জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য বিষয় জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন। বৃহস্পতিবার দুপুরে ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়। পরে উপজেলা পরিষদ অডিটেরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার সভাপতিত্বে আলোচনাসভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন কানিজ,উপজেলা মেডিক্যাল অফিসার ডা: সাদিয়া সারজিন,ল্যাম্ব-প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের শো প্রজেক্টের উপজেলা টেকনিক্যাল কো-অর্ডিনেটর জীবন কুমার পদ্দার,বামুনিয়া ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শিকা সাজেদা বেগম প্রমূখ। বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রনে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদারের পাশাপাশি সব শ্রেনি-পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান। আলোচনা শেষে উপজেলার বামুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান ওহেদুজ্জামান বুলেটসহ ৬জন মাঠকর্মিকে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ ক্রেষ্ট ও সনদ দেয়া হয়।