বিজ্ঞাপন দিন

জলঢাকায় প্রায় সাড়ে চার কোটি টাকার সংস্কার কাজের উদ্বোধন করলেন-এমপি

রাশেদুজ্জামান সুমন, জলঢাকা, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় জিরো পয়েন্ট থেকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স পর্যন্ত ড্রেন নির্মাণ ও রাস্তা সংস্কারে প্রায় সাড়ে চার লক্ষ টাকা ব্যয়ে কাজের উদ্বোধন করলেন নীলফামারী-৩ আসনের এমপি মেজর রানা মোহাম্মদ সোহেল। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের অধীনে নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় সরকার ও জাইকার অর্থায়নে এক কিলোমিটার রাস্তা ও ড্রেন এর কাজের শুভ উদ্বোধন করা হয়। কাজের প্রাক্কলন ব্যয় ৪ কোটি ২৯ লক্ষ ৬৫ হাজার ৮ শত ৯৭ টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স খায়রুল কবির রানা। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার আয়োজনে স্থানীয় জিরো পয়েন্ট মোড়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা সুজা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি, আনছার আলী মিন্টু, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, জাতীয় পার্টি নেতা আলহাজ্ব শাহ আব্দুল কাদের বুলু চৌধুরী, দবীর হুদা, যুবসংহতি নেতা বাবলুর রহমান ও শরিফুল ইসলাম প্রিন্স, তাহমিদুর রহমান মিলন, যুবলীগ আহ্বায়ক সারোয়ার হোসেন সাদের, শ্রমিকলীগ নেতা শাহিনুর রহমান, সচিব আশরাফুজ্জামান, প্যানেল মেয়র রুহুল আল আমিন, কাউন্সিলর ফজলুর রহমান, জিয়াউর রহমান, রহমত আলী, হিসাবরক্ষক আওলাদ হোসেন, ছাত্রসমাজ নেতা সোহাগ, শান্ত প্রমূখ। অনুষ্ঠানটি উপস্থাপন করেন রউফুল আলম, এমপি মেজর রানা মোহাম্মদ সোহেল বলেন, সরকার থেকে পৌরসভা ও উপজেলার উন্নয়নে সর্বদা নিজেকে নিয়োজিত রাখব। এ উপজেলাকে একটি আদর্শ উপজেলা গড়তে বাস্তবায়ন করার চেষ্টা করব।