বিজ্ঞাপন দিন

"নিখোজ বৃদ্ধ আজগার আলীকে পাওয়া গেছে "

রবিউল ইসলাম রাজ, রিপোর্টারঃ মোঃ আজগার আলী নামের ৭৫ বছরের একবৃদ্ধ ঢাকা যাওয়ার পথে হারিয়ে গিয়েছিল। প্রায় ৬দিন নিখোজ থাকার পর ১৪ জুলাই মধ্যরাতে অক্ষত আবস্থায় বাড়িতে ফিরে এসেছে। বৃদ্ধের বাড়ি নীলফামারীর জলঢাকা পৌর এলাকার বগুলাগাড়ীতে। তার দুই ছেলে ও মেয়ে জামাই ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছে। তাদের সাথে সাক্ষাৎ করতে গত ৮ জুলাই, ২০১৯ ইং রাতে উল্লাস বাসগাড়ি বহরে ভোর রাতে আব্দুল্লাপুর স্টেশনে নামার পর তার কোনো সন্ধান পাওয়া যাইতেছিলো না।নিখোজ ব্যক্তির কাছে মোবাইল বা অন্যকোন যোগাযোগের মাধ্যম না থাকার কারনে ঢাকা শহরের মত এলাকায় খুজে পাওয়া মুশকিল হয়েছিলো। এ বিষয়ে ১২ জুন (শুক্রবার) ঢাকা টঙ্গী পূর্বথানায় সাধারন ডায়েরিও করা হয়েছিলো। বৃদ্ধ বাবার সন্ধানের জন্য ছেলে মেয়েরা অনেক খোঁজাখুঁজি করে যখন কোন হদিশ পাইতেছিলো না,এমন সময় স্থানীয় সাংবাদিক এবং দৈনিক প্রথম ভোর পত্রিকার প্রতিনিধি রবিউল ইসলাম রাজ এর কাছে বিষয়টি জানায়। সে "নিখোজ ব্যক্তির সন্ধান চাই" শিরোনামে একটি রিপোর্ট লিখে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেন। সংবাদটি মহুর্তেই ভাইরাল হয়ে যায়।আজগার আলী ঢাকায় ঘুরাঘুরি করতে ছিলো।সেখানকার কিছু সচেতন লোক বুঝতে পেরে জলঢাকাগামী বাস গাড়িতে উঠে দেয়। এরপর আজগার আলী ১৪ জুন রাত ২ঃ৩০ মিনিটে নিজ বাড়িতে আসতে সক্ষম হয় বলে নিশ্চিত করেন ছেলে জাহাঙ্গীর আলম। সে এ কয়দিন কোথা ছিলো? কীভাবে ছিলো? কিছুই বলতে পারে না।