মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় উপজেলা পানি সরবরাহ ও স্যানিটেশন (ওয়াটসান) কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের সহযোগীতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ওয়াটসান কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেডএ সিদ্দিকী, মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন, ইএসডিও জানো প্রকল্পের সহকারি প্রকল্প ব্যবস্থাপক পোরসিয়া রহমান ও ইউনিয়ন ফ্যাসিলেটেটর খুরশিদা বেগম প্রমুখ। এসময় সভাপতি বলেন নিরাপদ পানির ব্যবহার ও স্যানিটেশন বিষয়ে ইউনিয়ন ওয়াটসান কমিটির কার্যক্রম জোরদার করতে হবে। এছাড়াও তিনি শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক স্যানিটেশন ও স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম, গণসংযোগ ইত্যাদির মাধ্যমে স্বাস্থ্যবিধি পালনে জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন। এসময় সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ জানো প্রজেক্টের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।