বিজ্ঞাপন দিন

কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে দিশারী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ।

জল ডেস্ক : কুড়িগ্রাম জেলার শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন দিশারী ফাউন্ডেশন নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ২১, আগস্ট বুধবার কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বাগুয়া অনন্তপুর গ্রামে বন্যার্ত পরিবারের মাঝে চাল, ডাল, চিড়া, তেল ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন দিশারী ফাউন্ডেশনের কর্মকর্তা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কৃতিসন্তান শরীফ মজুমদার, নীলফামারী জলঢাকা উপজেলার টেংগনমারীর কৃতিসন্তান আব্দুর রউফ, সোহাগ হোসন, হিউম্যান রাইটস্, জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি জলঢাকা উপজেলা শাখার সভাপতি ও কুড়িগ্রাম জেলার ঐতিহ্যবাহী রিভার ভিউ হাই স্কুলের সহকারী শিক্ষক এম. রাশেদুজ্জামান তাওহীদ। উলিপুর হাতিয়া ইউনিয়নের পল্লী উন্নয়ন রেসিডেন্সিয়াল স্কুলের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, হাতিয়া ইউনিয়েনর ৩নং ওয়ার্ড মেম্বার শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক, আল আমিন, মিন্টু, ফারুক, আলতাফ হোসেন প্রমুখ।