বিজ্ঞাপন দিন

নীলফামারী জেলা সেচ্ছা সেবকলীগের বিক্ষোভ সমাবেশ

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধি : ৭৫ এর ১৫ আগস্ট স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার স্বপরিবারকে হত্যা ও ২০০৪ সালের ২১ আগস্ট ততকালীন বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবীতে নীলফামারী জেলা সেচ্ছা সেবকলীগের বিক্ষোভ সমাবেশ। জেলা শিল্পকলা অডিটোরিয়াম থেকে শনিবার সকালে একটি বিক্ষোভ র্্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানান, সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। জেলা সেচ্ছা সেবকলীগের সভাপতি কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক। সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দীপক চক্রবতীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুজার রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি মোশফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক এ্যাড. আল মাসুদ আলাল ও যুব মহিলালীগের জেলা সভাপতি ও সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবতী। ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের হত্যা এবং ০৪ সালের ২১ আগস্ট ততকালীন বিরোধী দলীয় নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ভয়াবহ গ্রেনেড হামলার পরিকল্পনাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবী জানান বক্তারা ।