রতন কুমার রায়,ডোমার-নীলফামারীঃ নীলফামারীর ডোমারে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতা ও শিক্ষা সপ্তাহ ২০১৯ উপজেলা পর্যায়ে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ প্রদান করা হয়েছে ।
বৃহষ্পতিবার(১আগষ্ট)সকালে উপজেলা হলরুমে ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমির হোসেন প্রমূখ ।
শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় উপজেলা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করায় পুরস্কার ও সনদ গ্রহন করেন, প্রধান শিক্ষক রবিউল আলম। স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ভোগডাবুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন,মাদ্রাসা পর্যায়ে ডোমার ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শামছুদ্দিন হোছাইনী,কলেজ পর্যায়ে ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম পুরস্কার ও সনদ গ্রহন করেন । শ্রেণি শিক্ষক হিসেবে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাবেদুল ইসলাম সানবীম উপজেলা প্রর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে পুরস্কার গ্রহন করেন । এ ছাড়াও সৃজনশীল মেধা অন্বেষণে ৬৭জন ছাত্র-ছাত্রীর মধ্যে পুরস্কার ও সনদ প্রদান করা হয় । পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সদ্য অবসর প্রাপ্ত দুই প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয় ।