বিজ্ঞাপন দিন

"জলঢাকায় শেখ ফজিলাতুন্নেছার জন্মদিন উপলক্ষে তথ্য কেন্দ্রের উঠান বৈঠক"

রবিউল ইসলাম রাজ, রিপোর্টারঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মদিনে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে ৫০জন নারীকে নিয়ে উঠান বৈঠক করেছে উপজেলা তথ্য কেন্দ্র প্রকল্প। বৃহস্পতিবার সকাল বেলা পান্থাপাড়া মহিলা মহাবিদ্যালয় হলরুমে উপজেলা তথ্য কেন্দ্র কর্মকর্তা মাসুদা আক্তার এর সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মমিনুর রহমান,পান্থাপাড়া মাদ্রাসার শিক্ষক ও সাংবাদিক মর্তুজা ইসলাম,উপজেলা তথ্য কেন্দ্রের সহকারী অফিসার জিন্নাত আক্তার বিপাশা,রেজিনা মোবাশ্বের,সাংবাদিক গোলাম রব্বানী ডলার,রবিউল ইসলাম রাজসহ শিক্ষকবৃন্দ প্রমূখ। এসময় অতিথিবৃন্দরা বলেন,জাতির পিতা ও তার সহধর্মিণীর রুহের মাগফিরাত কামনা করে বলেন,আজ শেখ ফজিলাতুন্নেছার জন্মদিনে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করছি। অতিথিরা প্রধানমন্ত্রীর প্রশংসা করে আরও বলেন,বর্তমান সরকার বিশেষ করে নারীদের ক্ষমতায়নের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। তথ্য আপা প্রকল্প হলো যা নারীদেরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সেবা প্রদানের মাধ্যমে তাদের ক্ষমতায়নকে আরও মজবুদ করা। যেহেতু দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়নে দেশের সার্বিক উন্নয়ন সাধিত হবে। উল্লেখ্য,তথ্য আপারা তথ্যকেন্দ্রে ইন্টারনেটের মাধ্যমে যোগাগোগ,বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত গ্রহণ,প্রাথমিক স্বাস্থ্য সেবা,উপজেলার সরকারি সেবা সমূহের সহজলব্যতা নিশ্চিতকরণ,ভিডিও কনফারেন্স,ই-লার্নিং,ই-কমার্স এবং তথ্য আপারা প্রকল্প এলাকাধীন গ্রামবাসীর বাড়িতে গিয়ে শিক্ষা,স্বাস্থ্য, আইন,ব্যবসা,জেন্ডার ও কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য সেবা প্রদান করবেন।