রতন কুমার রায়,ডোমার-নীলফামারীঃ-নীলফামারীর ডোমার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১আগষ্ট) বিকেলে উপজেলার শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাফর ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা। উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা হাসিনুর রহমানের সঞ্চালনায় সমাপণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার নাজমুল হক,উপ-সহকারী কৃষি কর্মকর্তা আ.ই. নুর আলম শাহরিয়া,মোসলেম উদ্দিন,মাহবুব হাছান ও হিরম্ব কুমার রায় প্রমূখ।
বক্তারা ফলদ বৃক্ষের বিভিন্ন উপকারী দিকগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে সবাইকে তিনটি করে ফলজ গাছ লাগানোর পরামর্শ দেন।শেষে মেলায় অংশগ্রহনকারী ষ্টল মালিকদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। মেলায় বিভিন্ন উপজেলা থেকে আগত নার্সারীর বহুজাতিক চারাসহ ২৮টি ষ্টল স্থান পায়।