বিজ্ঞাপন দিন

জলঢাকায় ভিজিএফ এর ২২শ বস্তা চাল আটক

রাশেদুজ্জামান সুমন জলঢাকা, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জলঢাকায় ঈদুল আজহায় হত দরিদ্রদের জন্য সরকারী বরাদ্ধকৃত (ভি জি এফ) এর প্রায় ২২শ বস্তা ৬০ মেঃ টন চাল এল এস ডি গোডাউন থেকে কালো বাজারে বিক্রীর সময় গোডাউনে প্রবেশ কালে হাতে নাতে আটক করা হয়েছে। দুইটি গোডাউনের আটককৃত চালের বাজার মুল্য প্রায় ১৮ লক্ষ টাকা। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ওই দুটি গোডাউন সীল গালা করেছেন। শুক্রবার দুপুরে পৌর শহরের পুরাতন গরুহাটি ও মুদিপাড়াস্থ এলাকার দুটি গোডাউনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সরজমিনে প্রাপ্ত তথ্যনুযায়ী জানা যায়, শুক্রবার সকাল সাড়ে দশটায় এল এস ডি গোডাউন থেকে ঢাকা মেট্রো-ট,১৬-৫৮৮৫ নাম্বারের একটি ট্রাকে করে অত্যন্ত গোপনীয় ভাবে ১৭ মেঃ টন সরকারী চাল পৌর শহরের পুরাতন গরুহাটি মাঠ সংলগ্ন মেসার্স সততা ইন্টার প্রাইজ নামক গোডাউনে কালো বাজারি হিসাবে চাল নামাচ্ছিলেন। 

গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকা থানার এস আই বদরুদ্দোজা ঘটনাস্থল পরিদর্শন করলে গোডাউন মালিক, ট্রাক চালক ও হেলপার গা ঢাকা দেয়। পরে স্থানীয় জনতা গোডাউনটি ঘিরে রাখে এবং খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা সুজা, পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পাসের দুইটি গোডাউনেও অভিযান চালিয়ে সীলগালা করে ইএনও। এ সময় মুদিপাড়াস্থ পাঁকা মিয়া নামের এক ব্যবসায়ীর গোডাউনে ৬ শত ৪৮ বস্তা, মেসার্স সততা এন্টার প্রাইজে সাড়ে ১৫ শত বস্তা ভিজি এফ এর চাল জব্দ করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জানান সরকারী বিধি মোতাবেক ঘটনাস্থল পরিদর্শন করে পিআইও এর মাধ্যমে মামলা সহ গোডাউন দুটি সীলগালা করা হয়েছে।