বিজ্ঞাপন দিন

"জলঢাকায় আরএসসি.'র আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন"

রবিউল ইসলাম রাজ, রিপোর্টারঃ 'বহুভাষায় সাক্ষরতা,উন্নত জীবনের নিশ্চয়তা’-প্রতিপাদ্য বিষয় সামনে রেখে সারা বিশ্বের ন্যায় নীলফামারীর জলঢাকায় আমেরিকান দাতা সংস্থা ডিসট্রেসড চিলড্রেন এ্যান্ড ইন্ফান্টস ইন্টারনেশনাল (ডিসিআই) ও রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) এর উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন হয়েছে। এ উপলক্ষে ৮ সেপ্টেম্বর (রোববার) গাবরোল সিদ্দিকীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও হাতের লেখা প্রতিযোগিতা হয়। এর আগে সকাল বেলা স্থানীয় অফিস কার্য্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভায় মিলিত হয়।র‌্যালিতে অংশগ্রহণ করে সান চাইল্ড ১৬৫ জন শিশু,অভিভাবকবৃন্দ,শিক্ষকবৃন্দ ও সংস্থার কর্মকর্তাবৃন্দ প্রমূখ। এরপর সান চাইল্ড শিশুদের মাঝে হাতের লেখা প্রতিযোগিতা হয়। আলোচনা সভায় এরিয়া ম্যানাজার গোলাম কিবরিয়া এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিদ্দিকীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওশন আরা বেগম। এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক/শিক্ষিকাবৃন্দ,আরএসসির সিনিয়র শিক্ষক আশরাফুল ইসলাম,মনোরঞ্জন রায়,রবিউল ইসলাম রাজ,ধরনী রায়,জোহা বাবু,প্রদীপ কুমার,মমতা রাণী,হেনা রায়,পল্লবী রাণী,রবিউল ইসলাম,অভিভাবকবৃন্দসহ স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ প্রমূখ। সভা শেষে প্রতিযোগিতায় ১ম,২য় ও ৩য় স্থানকারী সান চাইল্ড শিশুদের হতে পুরস্কার তুলে দেয়া হয়।