বিজ্ঞাপন দিন

ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারদের নগদ অর্থ সহযোগীতা করলেন সমাজসেবক রাসেল রানা

রতন কুমার রায়,ডোমার-নীলফামারীঃ নীলফামারী ডোমারের হরিণচড়া ইউনিয়নের চাকধা পাড়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২০টি পরিবারকে নগদ অর্থ সহযোগীতা করেছে রাসেল রানা নামে এক সমাজসেবক। সোমবার (৯সেপ্টেম্বর) দুপুরে হরিণচড়া ইউনিয়রের আওয়ামীলীগ নেতা ও সমাজসেবক রাসেল রানা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনের খোঁজ খবর নেন। ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রতি পরিবারকে নগদ অর্থ প্রদান করেন। সেই সময় একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য বাবলু রহমান ব্যক্তিগত ভাবে ক্ষতিগ্রস্থ পরিবারদের চাল,ডাল,সবজি প্রদান করেন। ক্ষতিগ্রস্থ পরিবারদের ভাষ্যমতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাবার প্রদান করা হয়েছে। ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও নির্বাহী অফিসার উম্মে ফাতিমা জানায়,অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে দ্রুত প্রতিবার প্রতি ২বান্ডিল টিন ও নগদ ৬হাজার টাকা দেওয়া হবে। প্রসঙ্গত গত রবিবার( ৮সেপ্টেম্বর) ভোর রাতে অগ্নিকান্ডে ২০টি পরিবারের কোটি টাকার সম্পদ পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।