বিজ্ঞাপন দিন

জলঢাকায় ৪৮তম গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় ৪৮তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও ভোকেশনালে " গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই গ্রীষ্মকালীন ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিকের সভাপতিত্ব এসময় উপস্থিত ছিলেন ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, প্রধান শিক্ষক মহসিন আলী, আমিনুর রহমান, বেলাল হোসেন, আব্দুল বারি, আশিকুর রহমান, রোকন চৌধুরী ও একাডেমিক সুপারভাইজার মাফরুহা বেগম প্রমুখ। 

এবারের ফাইনাল খেলায় ফুটবলে টেংগনমারি স্কুল, কাবাডিতে কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসা ও হ্যান্ডবলে নেকবক্ত উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও সাতার প্রতিযোগিতা বিভিন্ন প্রতিষ্ঠানের ২৬জন শিক্ষার্থী বিজয়ী হয়ে পুরষ্কার গ্রহন করে। উপজেলার চারটি ভেন্যুতে ৪০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্রিড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করে। বিজয়ী প্রতিষ্ঠান ১৫ সেপ্টেম্বর থেকে নীলফামারীতে জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহন করবে।