বিজ্ঞাপন দিন

দূর্নীতি বিরোধী শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে নীলফামারিতে র্্যালী ও সমাবেশ


আব্দুল মালেক, নীলফামারীঃ দূর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান ও ঘুষ-দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অটল থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে নীলফামারিতে সামাজিক সংগঠন আলো ও সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের র্য্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার সকাল সাড়ে ১১টায় নীলফামারী বড় বাজার ট্রাফিক মোড় থেকে একটি র্্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধু ম্যুরালে সমাবেশে মিলিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। সেচ্ছাসেবী সংগঠন আলোর সাধারণ সম্পাদক মাহমুদ আল হাসান রাফিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, সদর উপজেলা সাবেক কমান্ডারবীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, শ্রমিক নেতা মহিউদ্দিন মহি, সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান সহ আরো অনেকে। প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান, ঘুষ-খোর ও দূর্নীতিবাজদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতিকে স্বাগত জানিয়ে বলেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই দূর্নীতির প্রভাব দেখতে পেয়ে নিজের দলের নেতাদের বিরুদ্ধে শুদ্ধি অভিযানের ঘোষণা দেয়। তিনি আরো বলেন, শুদ্ধি অভিযানে দেশকে দূর্নীতি মুক্ত করতে পারলে আগামী ২১ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে উন্নত দেশে পরিণত হবে। যাঁরা চাকরি দেয়ার নামে ও যাঁরা টেন্ডারবাজী করে রাতারাতি কোটিপতি হয়ে দেশে বিদেশে সম্পদের মালিক বনে গেছে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স হওয়ায় বিভিন্ন ভাবে ষড়যন্ত্রের জাল বুনছে, তাদের এই ষড়যন্ত্র ভেঙ্গে ফেলতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা তিনি।