বিজ্ঞাপন দিন

জলঢাকায় সেরা মেধাবীদের পুরস্কৃত করলেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল

রাশেদুজ্জামান সুমন, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় মেধা মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে ৩০টি স্কুলের ১৫৫ জন শিক্ষার্থীদের অংশ গ্রহণে ১৫ জনকে পুরস্কৃত করলেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল। রোববার সন্ধ্যায় কলেজ পাড়ায় এ পুরস্কার সেরা মেধাবীদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, সমাজ সেবক ও যুবলীগ নেতা শফিকুল ইসলাম পলাশ, ছাত্রলীগ সভাপতি নলনী বিশ্বাস, প্রধান শিক্ষক মহসীন আলী, প্রতিষ্ঠাতা পরিচালক লাভলুর রহমান, আনিস আহম্মেদ বিপ্লব, ফরিদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, যুবলীগ নেতা লাভলুর রশিদ। শিক্ষার্থীদের মেধার মূল্যায়নে শিক্ষকদের একটি টিম ১৫৫ জন পিএসসি পরীক্ষার্থীদের দিনভর পরীক্ষা নিয়ে সেরা মেধাবী হিসেবে ১৫ জনকে নির্বাচিত করেন। এদের মধ্যে প্রথম স্থান অধিকার করে একটি কম্পিউটার, বিয়াম ল্যাবরেটরী স্কুলের সামিরা, দ্বিতীয় স্থান অধিকারী দি-মুন মডেল স্কুলের আরাফাত ও তৃতীয় স্থান অধিকারি বালাগ্রাম সাউথ সঃপ্রাঃবিঃপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জাকারিয়াকে পুরস্কৃত করা হয়। বাকী অংশ গ্রহণকারী প্রত্যেককে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। প্রধান শিক্ষক মহসীন আলী বলেন, আমাদের উদ্দেশ্যে জলঢাকা উপজেলার যে সকল শিক্ষার্থীদের নিয়ে আমরা কাজ করব তাদের অবস্থান নিশ্চিত করা এবং তাদের ভবিষ্যত ভিত্তি ও ভাল মানুষ হিসেবে গড়ে তোলার প্রচেষ্ঠা। যাতে করে দেশে ও বিদেশে স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোতে প্রতিযোগিতায় ঠিকে থাকতে পারে।