বিজ্ঞাপন দিন

শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছায় সৈয়দপুর আন্তর্জাতিক বিমান বন্দরে উন্নীত হচ্ছে -নীলফামারীতে বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

আব্দুল মালেক নীলফামারী প্রতিনিধি ॥ নীলফামারীতে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী (এমপি) বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছায় আজ সৈয়দপুর আন্তর্জাতিক বিমান বন্দরে উন্নীত হতে যাচ্ছে। বিমানবন্দর আন্তর্জাতিক মানের হলে এখানকার সবকিছুই আন্তর্জাতিক মাত্রা পাবে। যা সবচেয়ে গতিশীল হবে অর্থনীতি। বৃহস্পতিবার (২৪ আক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সৈয়দপুর বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দরে উন্নীত করণের লক্ষ্যে ভূমি অধিগ্রহনসহ বিভিন্ন সংস্থার বিদ্যমান স্থাপনা সমুহ হস্তান্তরের বিষয়ে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, সৈয়দপুর বিমানবন্দর করতে গিয়ে অধিগ্রহনে যারা ক্ষতিগ্রস্থ হবেন তাদেরকে সম্মানজনক অবস্থায় পুনর্বাসিত করা হবে এবং ক্ষতিগ্রস্থ শিক্ষা প্রতিষ্ঠানও পূন:প্রতিষ্ঠিত করা হবে। এখান থেকে আমেরিকা, নিউইয়র্ক, ভারত, নেপাল, ভূটানসহ আশেপাশের দেশেও বিমান চলাচল করবে। যা আগামী বছরের প্রথম দিকে এই সৈয়দপুর বিমানবন্দরের কাজ শুরু হবে। এতে ব্যয় হবে অন্তত: ১৫ হাজার কোটি টাকা। বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হকের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য দেন, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর এমপি, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আদেলুর রহমান এমপি, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য মোস্তাফিজার রহমান ফিজার এমপি। সভায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান, সিভিল এভিয়েশনের প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্মামী, জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরীসহ বিভিন্ন বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।