বিজ্ঞাপন দিন

জলঢাকায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের দিনব্যাপী সার্ভেয়ার ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "সবার জন্যে শিক্ষা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় জীবন দক্ষতভিত্তিক মৌলিক স্বাক্ষরতা বিষয়ক বেজলাইন সার্ভে কার্যক্রমে নিযুক্ত সার্ভেয়ারদের দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরোর ( মৌলিক স্বাক্ষরতা ৬৪ জেলা) অর্থায়নে বেসরকারি সংস্থা সেলফ হেলপ এণ্ড রিহেবিলিটেশন প্রোগাম শার্পের সহযোগীতায় রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এই ওরিয়েন্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা। সভাপতিত্ব করেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরোর সহকারি পরিচালক মুশফিকুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরোর প্রোগাম অফিসার ( মৌলিক স্বাক্ষরতা ৬৪ জেলা) কবিতা আকতার, বেসরকারি সংস্থা শার্পের এএইচআরসি জাভেদ আকতার ও প্রকল্প ব্যবস্থাপক সত্যেন্দ্র নাথ রায় প্রমুখ। সার্ভেয়ারদের উদ্দেশে ইউএনও সুুুুজাউদ্দৌলা বলেন, বর্তমান সরকার দেশে কোন নিরক্ষর মানুষ রাখবেন না এজন্য এই প্রকল্প হাতে নিয়েছে। প্রত্যক বাড়ী বাড়ী গিয়ে অক্ষর জ্ঞানহীন সকল মানুষকে খুজে বের করার জন্য টিম লিডার ও জরিপকারীদের প্রতি আহবান জানান তিনি। উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরোর আয়োজনে ওরিয়েন্টেশনে ১৩ জন টিম লিডার ও ৭৭ জন জরিপকারী অংশগ্রহন করছে।