বিজ্ঞাপন দিন

জলঢাকায় আরটিইউ প্রজেক্টের কাজের অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ঝরেপড়া কিশোরীদের নিয়ে গার্মেন্টস, কম্পিউটার ও ভার্মি কম্পোজ (কেঁচো দিয়ে সার উৎপাদন) প্রশিক্ষণ দিচ্ছেন সিএমইএস। দুই বছর মেয়াদী এ প্রজেক্টে প্রতি ধাপে ১২০ জন করে ৮ ধাপে মোট ৯৬০ জন এই প্রশিক্ষণ পাবে। এ উপলক্ষে আরটিইউ প্রজেক্টের কাজের অগ্রগতি বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা করেছে সেন্টার ফর ম্যাস এডুকেশন ইন সায়েন্স (সিএমইএস)। বুধবার দুপুরে উপজেলার বিন্যাকুড়ি এলাকায় তাদের নিজস্ব এডুকেশন সেন্টারে কমনওয়েলথ অফ লার্নিং (COL) কানাডা এর আর্থিক সহযোগিতায় আরটিইউ'র এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি মধ্য আয়ের দেশে পরিনত করতে আজকের এই কারিগরি প্রশিক্ষণ অনেকদুর এগিয়ে নিয়ে যেতে পারবে দেশকে। অনুষ্ঠানটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজাউদ্দৌলা বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রেখে ২০৪১ সালে একটি উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন প্রধানমন্ত্রী। সরকারের পাশাপাশি বেসরকারি এনজিও সংস্থারাও বিভিন্ন ভাবে মানুষকে কর্মসংস্থানের পথ দেখাচ্ছে। স্বপ্ন এবং লক্ষ নিয়েই চলে মানুষের জীবন। মানুষের তুলনায় চাকরি কম, সেকারনে প্রয়োজন কর্মসংস্থান আর গার্মেন্টস, কম্পিউটার ও ভার্মি সার উৎপাদনে এধরনের কারিগরি প্রশিক্ষণ সৃষ্টি করবে কর্মসংস্থান। এসময় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক, সংস্থাটির কম্পিউটার ট্রেইলার, গার্মেন্টস ট্রেইলার আবু বকর সিদ্দিকী, সিএমইএস এর সভাপতি হাফিজউল্লাহ্ প্রমুখ।