বিজ্ঞাপন দিন

জলঢাকায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় উপজেলা পুষ্টি সমন্ববয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে জানো প্রকল্পের সহযোগীতায় মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রকল্পের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা'র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা শাহ মোহাম্মদ মাহফুজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা জেডএ সিদ্দিকী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ তারিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, যুব উন্নয়ন কর্মকর্তা আলী অর রেজা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আব্দুল গফুর তালুকদার, জানো প্রকল্পের ফিল্ড ফ্যাসিলেটেটর খুরশিদা রহমান, দিনেশ চন্দ্র রায় ও মেনোকা রায় প্রমুখ। এসময় প্রধান অতিথি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পুষ্টি সংক্রান্ত কার্যক্রম জোরদার করার আহবান জানান। এছাড়াও গ্রামীন জনপদে পুষ্টি সমৃদ্ধ খাবার সম্পর্কিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করারও কথা বলেন তিনি। এর আগে দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্ম পরিকল্পনা নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন জানো প্রকল্পের টেকনিক্যাল অফিসার হীরালাল বিশ্বাস। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও উপজেলাা কমিিটি সদস্যগন উপস্থিত ছিলেন।