বিজ্ঞাপন দিন

ডোমারে ল্যাম্ব প্রকল্পের সমাপণী ও মত বিনিময় সভা

রতন কুমার রায়,ডোমার-নীলফামারী: “আর কোন ভাবনা নয়,ডেলিভারী সব সময়”এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় ল্যাম্ব প্রকল্পের সমাপণী ও মত বিনিময় সভা অনুিষ্ঠত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলয়াতনে ল্যাম্ব কর্তৃক বাস্তবায়িত স্ট্রেনদেনিং হেলথ আউটকামস্ ফর ওমেন এন্ড চিলড্রেন(শো) প্রকল্পের আওতায় উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমার সভাপতিত্বে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ,উপজেলা পঃপঃ বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. ছাদিয়া শারমিন,শো প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক মাহমুদুল হক চয়ন,বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন ,পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান ইমদাদুল ইসলাম প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। প্রকল্পের অগ্রগতি ও অর্জিত ফলাফল উপস্থাপন করেন প্রকল্পের টেকনিক্যাল কো-অডিনেটর জীবন কুমার পদ্দার, উক্ত প্রকল্পটি ২০১৬ সাল হতে ২০১৯ সালের ৩১ শে ডিসেম্বর কার্যক্রম সমাপ্তি ঘটবে। প্রকল্পটি গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী সহায়তায় মা ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে অবদান রাখার পাশাপাশি সরকারী স্বাস্থ্য সেবা কার্যক্রমকে সহযোগীতা করে আসছেন। শেষে হতদরিদ্র উপকারভোগী ১৬ জনসহ মোট ১৬০জন প্রসূতি মাকে ৯লক্ষ ২হাজার ১শত৪৫টাকা আর্থিক সহযোগীতা প্রদান করেন।