বিজ্ঞাপন দিন

"জলঢাকায় আলোর কণা'র শিক্ষার্থীদের মাঝে সাপ্তাহিক কুইজ প্রতিযোগিতা"

রবিউল ইসলাম রাজ,স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় সামাজিক সংগঠন আলোর কণা'র শিক্ষার্থীদের মাঝে সাপ্তাহিক কুইজ প্রতিযোগিতা হয়েছে।শুক্রবার সকালে দুন্দিবাড়ী ফ্রি পাঠদান কেন্দ্রে এ প্রতিযোগিতা হয়।এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর কারমাইকেল কলেজে মাষ্টার্স পড়ুয়া ছাত্র রাজু ইসলাম ও ফ্রি পাঠদান কেন্দ্রের সহকারী শিক্ষিকাবৃন্দ প্রমূখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলোর কণা ফ্রি পাঠদান কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ফুরাদ হোসেন। এ প্রতিযোগিতায় প্লে শ্রেণীতে ১ম হয়েছে অভি ও দ্বিতীয় তুষি,১ম শ্রেণীতে ১ম হয়েছে এশা ও দ্বিতীয় ফিরোজ,দ্বিতীয় শ্রেণীতে ১ম তুষি ও দ্বিতীয় হয়েছে সাকিব,তৃতীয় শ্রেণীতে ১ম হয়েছে দিপা ও দ্বিতীয় নুরানি,চতুর্থ শ্রেণীতে ১ম তুষি ও দ্বিতীয় হয়েছে যৌথভাবে সিফাত ও জুই।আলোর কণা সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ফুরাদ হোসেন বলেন,সরকারী পাঠ্যবই পড়ানোর পাশাপাশি সপ্তাহের শুক্রবার ভিন্ন ভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকি।যেমনঃ কুইজ,বক্তৃতা,রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।এ প্রতিযোগিতাগুলো করার লক্ষ্য ছাত্র ছাত্রীদের পড়াশোনার গতিবৃদ্ধি করা।এ জন্য আমাদের প্রায় ১০জন টিউটর আন্তরিকতার সাথে সহযোগিতা করেন। আলোর কণা'র সুবাস সারা বাংলায় ছড়িয়ে দিতে সকলের কাছে সাহায্য সহযোগিতা কামনা করছি।'আলোর কণা শিক্ষা ক্ষেত্রে,উৎসাহ দেয় মাত্র'। সংগঠনটি ২০১৫ সাল থেকে এভাবে স্বেচ্ছায় অসহায় শিশুদের ফ্রি-তে পাঠদান দিয়ে আসছে। এ জন্য আমাদের সকলের উচিৎ আলোর কণা'র সার্বিক কার্যক্রম অব্যাহত রাখতে কিছু ভূমিকা পালন করা।আপনার একটু ভূমিকা ও সহযোগিতায় দুর হতে পারে নিরক্ষরতা,শিক্ষার আলোয় আলোকিত হতে পারে আমাদের এই সমাজ।