বিজ্ঞাপন দিন

ডোমার দেওনাই নদীর ৩০ কিলোমিটার পূনঃখননের উদ্বোধন

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় দেওনাই নদীর ৩০ কিলোমিটার পূনঃখননের উদ্বোধন করা হয়েছে। বুধবার আমবাড়ী বটতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নদীর পাড়ে উদ্বোধনের আয়োজন করে পানি উন্নয়ন বোর্ড। দুপুর ১২ টায় আমবাড়ী বটতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। গোমনাতী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদের সভাপতিত্বে এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, ডোমার পৌর আওয়ামীলীগের সম্পাদক ময়নুল হক মনু, নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী হাফিজুল হক, কেতকীবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল হক প্রামানিক প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এরপর নদীর পাড়ে খনন কাজের উদ্বোধন করে অতিথিবৃন্দ। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী হাফিজুল হক জানান, উপজেলার চিলাহাটী হতে জলঢাকা উপজেলার ধর্মপাল পর্যন্ত ৩০ কিলোমিটার নদী পূনঃখননের জন্য ২৬ কোটি টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। মেসার্স তাজুল ইসলাম ঠিকাদারী প্রতিষ্ঠান খনন কাজটির দায়িত্বে রয়েছে ।