বিজ্ঞাপন দিন

জলঢাকায় আলোর কণার হাতের লেখা প্রতিযোগীতায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার

মানিক লাল দত্ত,জলঢাকা(নীলফামারী) নীলফামারীর জলঢাকায় সামাজিক সংগঠন আলোর কণা র কার্যালয় ঘুরে এলেন বীর মুক্তিযোদ্ধা, সেকশন কমান্ডার (সিকনাল) ও ইন্টেলিজেন্ট।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবীদ সদস্য, আব্দুল গাফফার।সংগঠনটির ফ্রি পাঠদান কেন্দ্রে শিিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা প্রতিযোগীদের মনোরন্জোনের মধ্য দিয়ে আনন্দোঘন পরিবেশে বিজয়ী প্রথম,দ্বীতীয়, তৃতীয় দের সাথে সকলকে শিক্ষা উপকরনে পূরস্কৃত করলেন তিনি।দিনটি ছিল শুক্রবার সকালে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক ফুরাদ হোসেন,তার পিতা ছফির উদ্দিন, চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি তমিজ উদ্দিন, সহ শিক্ষক/শিক্ষিকাবৃন্দ।