বিজ্ঞাপন দিন

জলঢাকায় নিলয় হিরো ব্যাডমিন্টন টুর্নামেন্টে ডোমার নিউ ব্যাডমিন্টন ক্লাব চ্যাম্পিয়ন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত থাক - মাদককে না বলুন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় নিলয় হিরো ব্যাডমিন্টন টুর্নামেন্টে ডোমার নিউ ব্যাডমিন্টন ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে তারা ডোমার ডিবিসি ব্যাডমিন্টন ক্লাবকে ২ - ০ সেটে পরাজিত করে। প্রগতি সংঘের আয়োজনে সোমবার রাতে উপজেলার বালিকা বিদ্যালয় সংলগ্ন মাঠের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়ারদের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আলী। টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা। সভাপতিত্ব করেন উপজেলা আ'লীগের সভাপতি আনছার আলী মিন্টু।, এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভুমি গোলাম ফেরদৌস, উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, ওসি তদন্ত ফজলুর রহমান, সাবেক অধ্যাপক আনিছুর রহমান চৌধুরী, মুক্তা হিমাগারের এমডি শরিফুল ইসলাম বাবু, প্রগতি সংঘের সভাপতি গোলজার রহমান বাবু, সাধারন সম্পাদক ও ওয়ান এন্টার প্রাইজের স্বত্বাধিকারী আতিকুজ্জামান বাবু প্রমুখ। আলোচনা পর্ব পরিচালনা করেন হাচানুর রহমান চৌধুরী রাজিব। খেলা পরিচালনা করেন মাসুদ আলম মানিক ও বখতিয়ার হিলু। ফাইনালের আগে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ প্রশাসনের মধ্যে এক প্রীতি খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতা পুর্ন খেলায় উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা ও সহকারি কমিশনার (ভুমি) গোলাম ফেরদৌস'র নেতৃত্বে উপজেলা প্রশাসন ২ - ০ সেটে ওসি তদন্ত ফজলুর রহমান ও এসআই মেজবাহ নেতৃত্বে থানা পুলিশ ব্যাডমিন্টন দলের বিপক্ষে জয়ী হয়। ওয়ান এন্টারপ্রাইজের অনুমোদিত প্রতিনিধি নিলয় হিরোর সৌজন্য টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহন করে।